ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বাগেরহাটে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

বাগেরহাট: বাগেরহাটে আবু বক্কর মল্লিক (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় নিজ বাড়িতে রোববার (১২ নভেম্বর) ভোরে হামলার শিকার হন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বাংলানিউজকে জানান,  আবু বক্কর ফজরের নামাজ পড়তে ওজু করার জন্য দরজা খুলে উঠানে যাচ্ছিলেন।

এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে কোপাতে শুরু করে। একপর্যায়ে তার চিৎকার শুনে প্রতিবেশী শ্রমিক লীগ নেতা সোহরাব হোসেন ঠেকাতে এলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে আবু বক্করকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।