ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভারত ফেরত ২৮ বাংলাদেশি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বেনাপোলে ভারত ফেরত ২৮ বাংলাদেশি আটক 

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত ফেরত ২৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১২ নভেম্বর) সকাল ৯টায় বেনাপোল সীমান্তের সাদিপুর সড়ক থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকদের মধ্যে ২২ জন পুরুষ ও ৬ জন নারী।

এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় এরা দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলো। কাজ না পেয়ে ফেরার পথে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তপথে অবৈধভাবে একদল নারী-পুরুষ ভারত থেকে ফিরছে। এসময় বিজিবি সদস্যরা বেনাপোলের ভারত সীমান্তবর্তী এলাকা সাদিপুর সড়কে অভিযান চালিয়ে ২৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালালচক্র।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওয়াব আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়ে বলেন, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।