ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আউটার বেড়িবাঁধের দাবি সোনাগাজী উপকূলবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আউটার বেড়িবাঁধের দাবি সোনাগাজী উপকূলবাসীর আউটার বেড়িবাঁধের দাবি সোনাগাজী উপকূলবাসীর। ছবি: বাংলানিউজ

ফেনী: প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আউটার বেড়িবাঁধের দাবি জানিয়েছে ফেনীর উপকূলীয় অঞ্চল সোনাগাজীর সাধারণ মানুষ ও বিশিষ্ঠজন। 

রোববার (১২ নভেম্বর) সকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে ১৯৭০ সালের ঘূর্ণিঝড়কে স্মরণ করে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।  

 আলোকিত সোনাগাজীর আয়োজনে সাংবাদিক শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, পৌর সচিব আবদুল কাদের, কাউন্সিলর মো. মোস্তফা, স্বপ্নপুরী কল্যাণ সংস্থার সভাপতি আবদুল্লাহ হাসান, সাইবার ক্রাইম এওয়ারনেস ফাউন্ডেশনের আহ্বায়ক কাজী মোস্তাফিজুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক বৈকালীর নির্বাহী সম্পাদক জাবেদ হোসেন মামুন, দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান কচি, আলোকিত সোনাগাজীর নির্বাহী সম্পাদক মোতাহের হোসেন ইমরান প্রমুখ।

 

কর্মসূচিতে সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম (এসডিএফ), স্বপ্নপুরী কল্যাণ সংস্থা, বন্ধনমুক্ত স্কাউট গ্রুপ, শাহাপুর মুনস্টার ক্লাব, আলোকিত সোনাগাজী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।

কর্মসূচিতে ১২ নভেম্বরকে সরকারিভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানানো হয়।

এর আগে,  উপকূল দিবসের দাবিতে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।