ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জেএসসি পরীক্ষার্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় জেএসসি পরীক্ষার্থী নিহত ঘটনাস্থল-ছবি-বাংলানিউজ

রংপুর:  রংপুরের শ্যামপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বৈকন্ঠপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাবিব রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করীনি ইউনিয়নের কাঁটাবাড়ি গ্রামের সেলিম রেজার ছেলে।

সে শ্যামপুর সুগার মিলস হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিলো।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হাবীব ও তার বাবা সেলিম মোটরসাইকেলে করে জেএসসি পরীক্ষা কেন্দ্র শ্যামপুর ভিআইপি শাহাদৎ হোসেন উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলো। তারা বৈকুণ্ঠপুরের পাইকাড়ের গাছ সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে একটি ইট পরিবহনকারী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাবিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবা সেলিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু মিয়া বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।