ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বেলকুচিতে অস্ত্রসহ যুবক আটক অস্ত্রসহ আটক যুবক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়ান শ্যুটারগানসহ মনিরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১১ নভেম্বর) উপজেলার মবুপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মনিরুল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শ্যুটারগান এবং মোবাইল ফোনসহ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।