ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে সওজ কর্মীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে সওজ কর্মীদের মানববন্ধন বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে সওজ কর্মীদের মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: সড়ক ও জনপথ অধিদফতরের সাত হাজার ৫৯ ওয়ার্কচার্জড কর্মচারিদের নিয়মিতকরণে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারি ইউনিয়নের বরিশাল জেলা সংসদের সভাপতি হান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারি ইউনিয়নের নেতা তৈবুর রহমান, আব্দুল খালেক ও কবির উদ্দিনসহ অন্যরা।

এ সময় বক্তারা দাবি আদায় না হলে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে সড়ক ও জনপথ অফিসে পুর্নদিবস কর্মবিরতি পালন করবে বলে জানান।

পাশাপাশি দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

একই দাবিতে বেলা ১১টায় ঝালকাঠির প্রেসক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সওজ কর্মীরা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সহ সভাপতি ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা অবিলম্বে তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।

অপরদিকে ওয়ার্কচার্জ অভিশাপ, জাতির বিবেক জাগরে জাগো বিভিন্ন স্লোগান নিয়ে সাত দফা দাবিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারি ইউনিয়ন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান গাজী প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ন‌ভেম্বর ১২, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।