ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাটারায় একটি ডোবা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর বজলু রহমান মঞ্জু (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, খবর পেয়ে মঞ্জুর পচনশীল মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মঞ্জুর পরিবারের বরাত দিয়ে এসআই নাজমুল আরও জানান, মঞ্জু ওই এলাকাতে থাকতো। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিল। পেশায় তিনি ছিলেন রাখাল। গত ৯ নভেম্বর বাসা থেকে গরুর ঘাস আনতে গিয়ে নিখোঁজ হন মঞ্জু। পরে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।  

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।