ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকামুখী বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকামুখী বাস চলাচল বন্ধ ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকামুখী বাস চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।  

এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকেই এ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির সঙ্গে কথা বলা হচ্ছে, বাস না চলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ঢাকা থেকে শিমুলিয়ামুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে।  

এ বিষয়ে বাস সার্ভিস এবং বাস মালিক সমিতির সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।