ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সওজ কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
বাগেরহাটে সওজ কর্মচারীদের মানববন্ধন বাগেরহাটে সওজ কর্মচারীদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সড়ক ও জনপথের (সওজ) শ্রমিক কর্মচারীরা।

রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাগেরহাট জেলা সংসদের উদ্যোগে  বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী  ইউনিয়ন, বাগেরহাট জেলা সংসদের সভাপতি সরদার আব্দুর  রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. সরোয়ার হোসেন, সহ সভাপতি  আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, প্রচার
সম্পাদক মো. শওকত হোসেন, জেলা ড্রাইভার সমিতির সভাপতি মো. সিরাজ শেখ, মো. আব্দুর রহিম, মো. নাঈমুল ইসলাম প্রমুখ।

এসময় ৭০৫৯ ওয়ার্কচার্জড কর্মচারীর চাকরি নিয়মিতকরণ, প্রধানমন্ত্রীর নির্দেশ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।