ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আড়াইহাজারে শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বিষপান করে আপেল (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রোববার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আপেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরের সাতনগর গ্রামের সালাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের বাবুলের মেয়ের সঙ্গে বাঞ্জারামপুর উপজেলার সাতনগর গ্রামের সালাম হোসেনের ছেলে আপেলের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান আছে। নেশাগ্রস্ত আপেল কোনো কাজ না করায় প্রতিদিনই তার স্ত্রী শিরিনার সঙ্গে ঝগড়া করতেন।

আপেল শনিবার (১১ নভেম্বর) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। এসে তার স্ত্রী শিরিনার সঙ্গে পারিবারিক বিষয়দি নিয়ে তর্ক-বিতর্কে লিপ্ত হন।  

এনিয়ে রোববার দুপুরে সবার অজান্তে আপেল বিষপান করেন। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার হাসপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।