ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিবহন সংকটে এবার ঘরমুখো মানুষের ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
পরিবহন সংকটে এবার ঘরমুখো মানুষের ভোগান্তি

ঢাকা: ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে দিনভর গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সকালের দিকে সড়কে কিছুটা যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে তা একেবারেই কমে যায়। ফলে সকালে যারা কর্মস্থলে গিয়েছিলেন ঘরে ফিরতে এখন তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যারা অংশ নিয়েছিলেন ঘরে ফিরতে তাদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।  

রোববার (১২ নভেম্বর) বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন সংকটের খবর পাওয়া যায়।

এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থেকেও কোনো যানবাহন পাননি রাজধানীবাসী। পুরো রাজধানীতে তৈরি হয় একরকম হরতালের আবহ।  

তবে সমাবেশ চলাকালে কিছু সময়ের জন্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সমাবেশ শেষে ফের শুরু হয়েছে অফিস ফেরত মানুষের ভোগান্তি। গণপরিবহনের সংকটে অনেকে সকালের মতো পায়ে হেঁটে ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।  

বিকেল ৫টার দিকে রাজধানীর সড়কে কিছু গণপরিবহন দেখা গেলেও অপেক্ষমাণ যাত্রীর তুলনায় তা খুবই অপ্রতুল। কারণ শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট মোড়ে হাজার হাজার মানুষ যানবহানের জন্য অপেক্ষা করছেন।

অনেক সময় পর যখনই একটি গাড়ি আসছে তাতেই হুমড়ি খেয়ে পড়ছেন ধারণক্ষমতার দুই-তিনগুণ মানুষ। তবে বাংলামোটরের পর সড়কে কিছু গণপরিবহন দেখা গেলেও অতিরিক্ত মানুষের চাপে দরজা বন্ধ রেখে গাড়িগুলো ছুটছে।  

এদিকে সমাবেশ শেষে পরিবহন সংকট হলেও অতিরিক্ত মানুষ, সিএনজিচালিত অটোরিকশা আর ব্যক্তিগত গাড়ির চাপে রাজধানীর কিছু কিছু এলাকার সড়কে যানজট বাড়তে শুরু করেছে।

বেসরকারি চাকরিজীবী সায়েরা বেগম বাংলানিউজকে বলেন, মৎস্য ভবন এলাকায় অফিস থেকে বের হয়ে শাহবাগ পর্যন্ত হেঁটে এসেছি। সেখানে ২০ মিনিট দাঁড়িয়ে কোনো গাড়ি না পেয়ে আবার হাঁটা শুরু করেছি। যাবো মিরপুর ১০ নম্বর, দেখি কোথায় গিয়ে গাড়ি পাই।

সায়েরা বেগমের মতো এমন অনেক অফিসফেরত মানুষ যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই রওনা হয়েছেন। কর্মব্যস্ত দিনের পর হয়তো এভাবেই তাদের আজ ঘরে ফিরতে হবে!

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।