ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আটক বাংলা‌দে‌শিকে ফেরত দিয়েছে বিএসএফ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আটক বাংলা‌দে‌শিকে ফেরত দিয়েছে বিএসএফ 

সাতক্ষীরা: ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে আটক সাগর গাজী‌ নামে এক বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) কা‌ছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী সীমান্তে অনু‌ষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়।

সাগর গাজী জেলার আশাশুনি থানার বিছোট গ্রামের সাহেব আলী গাজীর ছেলে।

হিজলদী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুফ বাংলা‌নিউজ‌কে জানান, দুই-তিন দিন আগে অবৈধপথে ভারতে যান সাগর। শনিবার সন্ধ্যায় বিএসএফের হাতে আটক হন তিনি। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে তাকে ফেরত চাওয়া হয়। এর প্রেক্ষিতে রোববার হিজলদী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তা‌কে ফেরত দেয় বিএসএফ। পরে সাগরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।