ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আগামী বছর ঢাকায় হাঁটু পানি থাকবে না

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আগামী বছর ঢাকায় হাঁটু পানি থাকবে না

সংসদ ভবন থেকে: ‘একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে হাঁটু পানি জমে। অনেকের বাড়িতে পানি ওঠে। এ নিয়ে একটু হলেও আশ্বাস দেন, কিছু একটা করেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের এমন আকুতির জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, আশ্বাস দিতে হবে, স্বপ্ন দেখাতে হবে, বাস্তবায়নও করতে হবে। সেটা করা হচ্ছে।

আগামী বছর আর হাঁটু পানি থাকবে না। ‌
 
রোববার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
 
মশিউর রহমান রাঙ্গা বলেন, সুপেয় পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার মানুষকে দিতে হবে। সেই অনুযায়ী সরকার উদ্যোগ নিয়েছে। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। নিরাপদ সুপেয় পানির জন্য একটি বছর সময় দিতে হবে।
 
তিনি বলেন, বৃষ্টি হলে ঢাকায় পানি জমে। এটা একটা সমস্যা। এ সমস্যা সমাধানেও সরকার ব্যবস্থা নিয়েছে। একবছর পরে আর এ সমস্যা থাকবে না। আগামী বছর ঢাকায় হাঁটু পানি হবে না।
 
তিনি আরো বলেন, ঢাকা একটা জনবহুল নগরী। এখানে যতো সংখ্যক লোক থাকা দরকার তার চেয়ে অনেক বেশি থাকে। এ কারণে যানজট হয়। মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে। এগুলো হলে এ সমস্যা আর থাকবে না। তখন গাজীপুর থেকে লোক এসে ঢাকা কাজ করতে পারবে।

**শিগগিরই ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করা হবে 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসএম/এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।