ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার দায়ে স্বামী বাবলু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার (১২ নভেম্বর) বিকেলে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবলু সরকার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি বাংলানিউজকে জানান, ১৫ বছর আগে বাবলু সরকারের সঙ্গে একই গ্রামের মনোয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান জন্ম নেয়। পরবর্তীতে পারিবারিক কলহের জের ধরে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি বাবলু গলাটিপে তার স্ত্রী মনোয়ারা হত্যা করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। এই মামলার অন্য দুই আসামি আমীর উদ্দিন ও মোনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।