ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
দিনাজপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

দিনাজপুর: দিনাজপুর উপশহরে মেহেদী হাসান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মেহেদী হাসান জেলার বীরগঞ্জ উপজেলার নখাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও উপশহরের মহাজনপাড়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার হাফিজ শাখার ছাত্র।

রোববার (১২ নভেম্বর) রাতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বাংলানিউজকে জানান, সকালে অতিরিক্ত বমি হওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেহেদী। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে স্থানীয় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। রাতে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে পুলিশকে ধারণা দিয়েছেন মেহেদী বিষ জাতীয় অথবা খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই মো. সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।