ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ফেনীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  ফেনীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীতে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ফেনী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌর প্রাঙ্গণে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেনী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও ফেনী জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শরাফত উল্যাহ’র পরিচালনায় উপস্থিত ছিলেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বিভাগীয় সহ-সভাপতি ও ফেনী পৌরসভার সচিব লোকমান হোসনে ভূঞা।

এছাড়া ছিলেন-ফেনী পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন উপদেষ্টা ড. কৃষ্ণপদ সাহা, ফেনী জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক, ফেনী পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ নজমুদ্দিন আহমেদ, ফেনী জেলা পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার আর্চায্যসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।