ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

তামাকের সারচার্জে ক্যান্সার হাসপাতাল চায় ‘আমরা হিমু’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
তামাকের সারচার্জে ক্যান্সার হাসপাতাল চায় ‘আমরা হিমু’  ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন; ছবি: বাংলানিউজ

ঢাকা: তামাকপণ্যের সারচার্জ দিয়ে বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ‘আমরা হিমু’ নামের একটি সংগঠন।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এই দাবি তুলে ধরেন তারা।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের অমর চরিত্র হিমুর বৈশিষ্ট্য নিয়ে গড়ে ওঠা ‘আমরা হিমু’ সংগঠনের সদস্যরা দাবি করে বলেন, একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের স্বপ্ন ছিল হুমায়ুন আহমদের।

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে তিনি উপলব্ধি করেছিলেন বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল দরকার।

‘আমরা হিমু’র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সুমন ২০১৪-১৫ অর্থবছরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একটি উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অর্থমন্ত্রী সেই বাজেট অধিবেশনে বলেছিলেন, তামাকের উপর ১ শতাংশ হারে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নেওয়া হবে। এ থেকে যে অর্থ আসবে তা ব্যয় করা হবে তামাকের ব্যবহার থেকে সৃষ্ট রোগের রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন কাজে।

তিনি আরো বলেন, আমরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওই উদ্যোগের সঠিক বাস্তবায়ন চাই। বিগত তিন বছরে সরকার তামাক পণ্য থেকে সারচার্জ হিসেবে প্রায় ৯০০ কোটি টাকা সংগ্রহ করেছে। আমরা চাই এই টাকা ব্যয় করে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হোক।

সহ-সভাপতি নাজনীন প্রিয়া বলেন, বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল না থাকায় হুমায়ুন আহমেদের জীবনের শেষ দিন ও মুহূর্তগুলো দেশের মাটিতে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রে কেটেছে। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিদেশের মাটিতে।

তিনি বলেন, হুমায়ুন আহমেদের স্বপ্নের সঙ্গে আমরাও উপলব্ধি করছি বাংলাদেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা জরুরি। যেখানে ক্যান্সার রোগ নিয়ে গবেষণা হবে, মানুষ উন্নত চিকিৎসা পাবে। উন্নত চিকিৎসার জন্য মানুষকে আর বিদেশে যেতে হবে না।

নাজনীন প্রিয়া আরও বলেন, যদি বাংলাদেশে একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল থাকত তাহলে আমরা আমাদের প্রিয় লেখককে আরো কিছুদিন কাছে পেতাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই অবস্থা ছিল না। হুমায়ুন স্যার নিজেও একটি ক্যান্সার হাসপাতাল করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। জীবদ্দশায় তিনি সেটি করে যেতে পারেন নি। তাই সরকারের কাছে আমাদের আহ্বান যেন তামাক ও তামাকজাত পণ্য থেকে পাওয়া সারচার্জের টাকা বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজে ব্যয় করা হয়।

উল্লেখ্য,  সোমবার (১৩ নভেম্বর) কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী। নানা গুণের অধিকারী এই কথাসাহিত্যিক ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই তিনি ক্যান্সারের সঙ্গে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  
বাংলাদেশ সময়:১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩,২০১৭
এমএসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।