ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে জেলের জালে ১০ কেজির মাগুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
সোনাগাজীতে জেলের জালে ১০ কেজির মাগুর সোনাগাজীতে জেলের জালে ১০ কেজির মাগুর

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারের হাজীপাড়া এলাকার একটি পুকুরে ধরা পড়েছে ১০ কেজি ও ৮ কেজি ওজনের দুটি মাগুর মাছ।

সোমবার (১৩ নবেম্বর) সকালে মমিনুল হকের ছেলে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে বিশাল আকৃতির মাগুর দুটি তার জালে ধরা পড়ে।

মাছগুলি দেখতে এলাকার মানুষ ভিড় করছে তাদের বাড়িতে।

আগত অনেকে মাছ দুটিকে আফ্রিকান মাগুর কেউবা থাইল্যান্ডি মাগুর বলে শনাক্ত করছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।