ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিউটি পার্লারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
ঝিনাইদহে বিউটি পার্লারকে জরিমানা ঝিনাইদহে বিউটি পার্লারকে জরিমানা

ঝিনাইদহ: মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করার অপরাধে ঝিনাইদহের প্যারিস বিউটি পার্লারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শহরের অগ্নিবিনা সড়কসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করার অপরাধে প্যারিস বিউটি পার্লারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।