ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে পিস্তল ও মাগজিনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ধামইরহাটে পিস্তল ও মাগজিনসহ আটক ২ ধামইরহাটে পিস্তল ও মাগজিনসহ আটক ২

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দুইটি বিদেশী পিস্তল ও চারটি মাগজিনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার উমার ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩৯) ও একই গ্রামের শফিউল মণ্ডলের ছেলে ফারুক হোসেন (৩১)।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নুরাণী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করে। এসময় তাদের তল্লাশি করে দুইটি বিদেশী পিস্তল ও চারটি মাগজিন উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।