ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভার উপজেলায় মতবিনিময় সভা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
সাভার উপজেলায় মতবিনিময় সভা  মতবিনিময় সভা-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভার উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভা থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনে আহ্বান জানান।

তিনি উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষদের যেন ভোগান্তির শিকার হতে না হয় সে জন্য উপজেলার কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।  

সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান।

মতবিনিময় সভা শেষে সাভার উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।