ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
হোসেনপুরে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবা মো. আবু তাহেরকে (৫৫) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার এ অর্থদণ্ড দেন।

আবু তাহের উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

উপজেলার সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম মজুমদার বাংলানিউজকে জানান, বিকেলে আবু তাহের তার মেয়ে তানজিলা আক্তারের বিয়ের আয়োজন করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের জন্ম সনদ দেখাতে বললে আবু তাহের তা দেখাতে ব্যর্থ হন। এছাড়া মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক বলে মনে হয়।

এসময় আবু তাহের তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।