ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার শহীদ মিনার মোড়ে সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল উপজেলার পাঁচহার বড়বাড়ির মৃত গণু মেম্বারের ছেলে।

কেন্দুয়া থানার উপ পরিদর্শক (এসআই) নূরুল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে শহিদুল সিএনজি স্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে আবারো ধাক্কা দিয়ে গুরুতর আহত করে।

তিনি আরো জানান, স্থানীয়দের সহযোগিতায় শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) নেওয়ার পরামর্শ দিলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় স্থানীয়রা ট্রাক ও অটোরিকশাহ দুই চালককে আটক করে।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব শিয়ার চড়ের ট্রাকচালক বশির মিয়া (৪৭) ও কেন্দুয়ার শেওড়া গ্রামের অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৩২)।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।