সোমবার (১৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চলে।
বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এই তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৭ জন, মতিহার থানা ১৩ জন, শাহ মখদুম থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।
মতিহার থানা পুলিশ বিপুকে আটক করে।
আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মহানগর পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসএস/আরআর