ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে শিবির কর্মীসহ আটক ৪৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
রাজশাহীতে শিবির কর্মীসহ আটক ৪৯

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে শিবির কর্মী ফজলুল হক ওরফে বিপুসহ ৪৯ জনকে আটক করা হয়েছে।  

সোমবার (১৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চলে।  

বিকেলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম এই তথ্য জানান।

তিনি জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায়। এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ১৭ জন, মতিহার থানা ১৩ জন, শাহ মখদুম থানা ৩ জন ও ডিবি পুলিশ ৪ জনকে আটক করে।

মতিহার থানা পুলিশ বিপুকে আটক করে।

আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান মহানগর পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।