মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে ও বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতায় জেনারেল হাসপাতাল রোড সংলগ্ন আলহাজ্ব সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে, এ হাসপাতাল ভবনে “আগামী পরিবর্তন করতে আজই পদক্ষেপ নিন”- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।
এতে অনেকের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. বিনোদন চন্দ্র দাস, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম আজাদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, শিক্ষাবিদ কাজী মোহাম্মদ রফিকুল্লাহ, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আবদুল কাদের, জেলা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট ওমর ফারুক প্রমুখ।
পরে দরিদ্র রোগীদের মধ্যে ডায়াবেটিসের ওষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআই