দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘নারী এবং ডায়াবেটিস আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার’।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহা ও মেডিকেল অফিসার ডা. মুখলেছুর রহমান উজ্জ্বলসহ অনেকে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআই