ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
হবিগঞ্জে ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা হবিগঞ্জে ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা

হবিগঞ্জ: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে উদযাপন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘নারী এবং ডায়াবেটিস আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার’।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে হাসপাতালের ২৫০ শয্যা ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।  

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সত্যজিৎ কুমার সাহা ও মেডিকেল অফিসার ডা. মুখলেছুর রহমান উজ্জ্বলসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।