ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বুড়িচংয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

কুমিল্লা: জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচংয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন জুয়াড়ি আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কালাকচুয়া এলাকার মৈশান বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালাকচুয়ার হিমাংশু দেবনাথ (৩৮), ইয়াকুব (৩০) ও মতিন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে,  কয়েকজন জুয়াড়ি কালাকঁচুয়া মৈশান বাড়ির সংলগ্ন মাছের খামারের পাশে মাদক সেবন করে জুয়া খেলছিলেন। এমন সময় স্থানীয়  কয়েকজন যুবক তাদের বাধা দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জুয়াড়িদের ধরে কালাকঁচুয়া ফাজিল মাদ্রাসার মাঠে এনে মারধর করেন। এতে তিনজন গুরুতর আহত হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনোজ কুমার দে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।