ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বরিশালে ২০ মণ জাটকাসহ আটক ৪

বরিশাল: বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২০ মণ জাটকাসহ চার জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় একটি ফিসিং বোট ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে দক্ষিণজোন কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার মো. সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ হওয়া জাটকাগুলো বরিশালের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আটকদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।