ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ৫ কেজি গাঁজাসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
মুরাদনগরে ৫ কেজি গাঁজাসহ দম্পতি আটক মুরাদনগরে ৫ কেজি গাঁজাসহ আটক দম্পতি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা মুরাদনগর উপজেলায় পাঁচ কেজি গাজাঁসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খোকন মিয়ার ছেলে তারা মিয়া (৬৫) ও স্ত্রী মরিয়ম বেগম (৫৫)।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান রামচন্দ্রপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদরে ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে ওই গ্রামের একটি মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। এক পর‌্যায়ে পাচঁ কেজি গাজাঁসহ ওই দম্পতিকে আটক করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।