ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ

ময়মনসিংহ: গ্রাম আদালতের আওতাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালতে ছোটখাটো ঘটনায় অনেক মামলা হয়।

এ মামলাগুলো নিষ্পত্তির মাধ্যমে এ আদালতের কার্যক্রমকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খান, ইউএনডিপি’র প্রোগ্রাম ডিরেক্টরসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

হারুন অর রশিদ জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট ও মুক্তাগাছা উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রজেক্ট রয়েছে। ছয় মাস অন্তর অন্তর এ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।