ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২২ কেজির পাঙ্গাস!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
পাথরঘাটায় ২২ কেজির পাঙ্গাস! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদীতে জেলেদের বড়শিতে ধরা পড়েছে ২২ ও ১৪ কেজি ওজনের দু’টি পাঙ্গাস।

বুধবার (১৪ নভেম্বর) দিনগত রাতে জেলেদের বড়শিতে মাছ দু’টি ধরা পড়ে।

২২ কেজি ওজনের মাছটি ১৩ হাজার দুইশ’ এবং ১৪ কেজির মাছটি আট হাজার চারশ’ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, রাতে পাওয়া মাছ দু’টি সকালে বাজারে নিয়ে এলে আমি কিনে রাখি। পরে দু’টি মাছ কেজি প্রতি ছয়শ’ টাকা করে বিক্রি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।