ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে গাঁজাসহ রোহিঙ্গা কিশোরীসহ ২ জন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
চৌদ্দগ্রামে গাঁজাসহ রোহিঙ্গা কিশোরীসহ ২ জন আটক

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ রোহিঙ্গা কিশোরীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নুরুর মেয়ে ফাতেমা বেগম (১৪)ও টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার নুর মোহাম্মদের ছেলে শাকিব (১৯)।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক ফজলুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ফাতেমা ও শাকিবকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।