ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সফিকুল ইসলাম কাজী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল কাজী উপজেলার কান্দাইল ছনপাড়া গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বাংলানিউজকে জানান, সফিকুল তার বাড়ি থেকে গরু নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।