ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন আসামি আবদুল মান্নান শাহাদাতকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া বেইলী টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মান্নান ফতুল্লার ভূইগড় এলাকার বাসিন্দা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহাগ বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত মান্নান ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার কর‍া হয়। বিকেলে আদালদের মাধ্যমে মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।  

২০১৫ সালের ৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।