ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১২’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
গাজীপুরে ১২’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে ব্যস্ত কর্মচারী-কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) পানিশাইল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার দুইশ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ নভেম্বর) গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা শরমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা শরমিন বাংলানিউজকে জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জিসিসির ১নং ওয়ার্ডের পানিশাইল এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় প্রায় এক হাজার দুইশ’ গ্যাস সংযোগ করা হয়েছে।  

অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে তিনজনকে আটক করে প্রত্যেককে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান শামীমা শরমিন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।