ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আড়াইহাজারে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাত শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার মাযহারুল হক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেন।
 
সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচি ‘রবি’ এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া খানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদির।  

এসময় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।