ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মায়েদের পা ধুয়ে দিল শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জয়পুরহাটে মায়েদের পা ধুয়ে দিল শিক্ষার্থীরা

জয়পুরহাট: মায়েদের পা ধুয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো জয়পুরহাট আল হেরা স্কুল অ্যান্ড কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় স্কুলের সবুজ চত্বরে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সুলতান মুহাম্মদ শামছুজ্জামান এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।

সহকারী শিক্ষক হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ওই স্কুলের সভাপতি মিজানুর রহমান টিটো।  

অনুষ্ঠানে আসা পঞ্চম শ্রেণির ছাত্র জাহাঙ্গীর হোসেন ও তৌহিদুল ইসলামের মা মর্জিনা বেগম ও মমতাজ বেগম বলেন, আমাদের মা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করি। মায়েদের এ সম্মানের মাধ্যমে মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে বলেও আমরা মনে করছি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।