ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙ্গাবালীতে বিষপানে মেয়ের মৃত্যু, মা চিকিৎসাধীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
রাঙ্গাবালীতে বিষপানে মেয়ের মৃত্যু, মা চিকিৎসাধীন

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ও মেয়ে বিষাক্ত দ্রব্য পান করেছেন। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে এবং মা চিকিৎসাধীন রয়েছেন।

মৃত সুমি আক্তার (১৬), উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের ফজলু প্যাদার মেয়ে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সুমি আক্তার ও তার মা আকলিমা বেগম বিষাক্ত দ্রব্য পান করেন।

সন্ধ্যায় তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বলেন, সন্ধ্যায় মা ও মেয়ে বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে  গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতে সুমি আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে তার মা কিছুটা সুস্থ রয়েছেন।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

বাংলা‌দেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭

এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।