ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
হোসেনপুরে অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত মো. মোখলেছ মিয়াকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের নিমখালী বাজারের উত্তর পাশের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পুমদী ইউনিয়নের মধ্যপুমদী গ্রামের আবু তাহেরের দুই ছেলে মো. মো. রাসেল মিয়া (৩৩) ও মো. ফরহাদ মিয়া (২১)।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের নান্দানিয়া গ্রামের মো. মুর্শিদ মিয়ার ছেলে মো. মোখলেছ মিয়াকে (৪৫) মধ্যপুমদী এলাকার একটি রাস্তা থেকে অপহরণ করে ফরহাদ ও রাসেলসহ ৮/৯ জনের একটি চক্র। পরে অপহরণকারীরা একটি মাইক্রোবাসে করে তাকে গোপন আস্তানায় নিয়ে যায়। বিষয়টি মোখলেছের পরিবারের লোকজন জানতে পেরে হোসেনপুর থানায় জানান। হোসেনপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ভিকটিম মোখলেছকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করে।  

এ ঘটনায় মোখলেছ মিয়ার স্ত্রী আকলিমা আক্তার বাদী হয়ে রাসেল ও ফরহাদ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।