ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
পার্বতীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু ট্রেন (ফাইল ফটো)

পার্বতীপুর (দিনাজপুর): প্রায় চার ঘণ্টা পর দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেটে রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শোভন রায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী একটি ট্রেন বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেটে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কাভার্ডভ্যান চালক নিহত ও হেলপার আহত হয়।

এর কিছু সময় পর সকাল সোয়া ৬টার দিকে ওই রেলপথে খুলনা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনটি অতিক্রম করার সময় রেল লাইনের উপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ওই কাভার্ডভ্যানের সঙ্গে মৃদু ধাক্কা লাগে ও সীমান্ত ট্রেনটি সেখানে আটকা পড়ে। এর ফলে পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।