ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ডাকাতকে ধাওয়া দিতে গিয়ে গ্রামবাসীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
ঝিনাইদহে ডাকাতকে ধাওয়া দিতে গিয়ে গ্রামবাসীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে ডাকাতকে ধাওয়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। নিহতের নাম দাউদ হোসেন। একই ঘটনায় গ্রামবাসীর গণপিটুনিতে আহত একজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোর্টচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জয়নাল সরকার এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন গ্রামবাসীর মৃত্যু হয়। এলাকাবাসী একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।