ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি: বাংলানিউজ

নওগাঁ: সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, সকালে গাড়িতে করে রাজশাহী থেকে জয়পুরহাট যাচ্ছিলেন কমিশনার নূর-উর-রহমান।

পথে রাজশাহী-নওগাঁ সড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাস তাকে বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়। এতে কমিশনারসহ গাড়ির চালক গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।