ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে মাদকবিরোধী লাঠিমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
না.গঞ্জে মাদকবিরোধী লাঠিমিছিল মাদকবিরোধী লাঠিমিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে লাঠিমিছিল করেছেন কুমুদিনী বাগান এলাকাবাসী।

শুক্রবার (১৭ নভেম্বর) জুম্মার নামাজের পর যুব কল্যাণ সংসদের উদ্যোগে এ মিছিল বের হয়।

মিছিলটি মেট্রো হল, কুমুদিনী বাগান এলাকায় প্রদক্ষিণ করে ওই সব এলাকার বাসিন্দাদের মাদকসেবী ও মাদক বিক্রেতাদের ব্যাপারে কঠোর হতে আহ্বান জানায়।

 

মিছিলে তরুণ, যুবক, বৃদ্ধ এমনকি নারীরাও অংশ নেন। মাদকসেবী ও বিক্রেতাদের সমাজে কোনো ঠাই নেই বলে জানান দেন মিছিলকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।