ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
কিশোরগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিশোরগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কিশোরগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে কিশোরগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম.এ আফজল, সরকানি আদর্শ শিশু বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষিকা মিসেস খালেদা ইসলাম, বঙ্গবন্ধু আবৃতি পরিষদের সভাপতি কোহিনুর আফজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।