ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিকে বরিশালে ৫৬ লাখ পাঠ্যবইয়ের চাহিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
প্রাথমিকে বরিশালে ৫৬ লাখ পাঠ্যবইয়ের চাহিদা

বরিশাল: বরিশাল বিভাগে ৫৬ লাখ ৪৮ হাজার ২৯১টি নতুন পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। সে অনুযায়ী চাহিদাপত্র পাঠিয়ে ইতোমধ্যে পাঠ্যবই সংগ্রহের কাজ শুরুও হয়ে গেছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আসন্ন নতুন বছরের প্রথম দিনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশেই বই উৎসব অনুষ্ঠিত হবে।  

বিভাগীয় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভাগের ৬ জেলার মধ্যে বাংলা ভার্ষনে বরিশাল জেলায় ১৫ লাখ ৪৪ হাজার ৮শ’, পিরোজপুরে ৬ লাখ ১৯ হাজার ৮ শ’, ঝালকাঠিতে ৩ লাখ ৫১ হাজার ৪৯৮, বরগুনায় ৬ লাখ ২৪ হাজার ৬৬০, পটুয়াখালীতে ১০ লাখ ৩৫ হাজার ৪৪১ এবং ভোলায় ১৪ লাখ ৭২ হাজার ৯২ পিস বইয়ের চাহিদা রয়েছে।

চাহিদা অনুযায়ী বিভাগের প্রতিটি জেলার উপজেলা পর্যায়ে ধাপে ধাপে নতুন বই পৌঁছানোর কাজ শুরু হয়ে গেছে। ডিসেম্বর মাস শেষ হওয়ার আগেই এ কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।

বিভাগে যথাযথ নিয়মানুযায়ী যাতে বই সংগ্রহ ও বিতরণ করা হয় সে দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।