ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আমতলীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক মাদক বিক্রেতা আটক। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার আমতলীতে ১১শ’ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে আমতলীর বাঁধঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটকরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার আবদুল হাই সিকদারের ছেলে আবু হানিফ ও একই এলাকার শানু হাওলাদারের ছেলে রহমত হোসেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বাংলানিউজকে জানান, দুপুরে আমতলী বাঁধঘাট এলাকায় গাড়িতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এসময় হানিফ ও রহমতের ব্যবহৃত মোটরসাইকেলটির গতিরোধ করে তাদের শরীর তল্লাশি করে ১১শ’ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।