ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাত্র এক বছরেই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা সম্ভব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
মাত্র এক বছরেই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা সম্ভব শেকৃবি'তে ‘সবুজ বাগান সোসাইটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন; ছবি -বাংলানিউজ

ঢাকা: ‘আমাদের রাজধানীর চারপাশেই বুড়িগঙ্গাসহ কয়েকটি ‘মিষ্টি নদী প্রবাহিত’। এগুলো আমাদের লাইফ লাইন। আমাদের সচেতনতার অভাবেই এসব নদী দূষণের শিকার হয়ে নাব্যতা হারাচ্ছে। আশার কথা, গত কিছুদিনের টানা বৃষ্টিতে বুড়িগঙ্গার পানি অনেকটাই স্বচ্ছ ও জঞ্জালমুক্ত হয়েছে। বুড়িগঙ্গাকে পুরোপুরিভাবে দূষণমুক্ত করতে সর্বোচ্চ এক বছর লাগবে। তবে এজন্য দরকার আন্তরিকতা।’

শনিবার (২৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিকেল ৩টায় ‘সবুজ বাগান সোসাইটি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন একথা বলেন।

স্থপতি মোবাশ্বের বলেন, সন্তানকে ভালবাসলে গাছ লাগাতে হবে।

একটি গাছ লাগানো মানেই আপনি আপনার সন্তানের জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেকৃবি’র অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন। প্রবন্ধে তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে ঢাকার মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন। বর্তমানে ঢাকা শহরে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষনিধন চলছে। এটি ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি।

এই বৃক্ষহীনতা ও সবুজহীনতার ক্রমবর্ধমান সমস্যার সমাধানে বাড়ির ছাদে ও বারান্দায় গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।  

অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কেটে ‘সবুজ বাগান সোসাইটি’র প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ‘সবুজ বাগান সোসাইটি’র সেরা পাঁচ বাগানীকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন রেবেকা সুলতানা বিনতি, ডা. ফেরদৌস আরা চৌধুরী, কাজী আয়শা বেগম, স্বপ্না আহমেদ ও মুনিরা খান।

‘সবুজ বাগান সোসাইটি’র এই  অনুষ্ঠানে পাঁচজন কৃষি-ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ রহিম, মিডিয়া-ব্যক্তিত্ব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কলামিস্ট কৃষিবিদ জায়েদ ফরিদী, শেকৃবি’র অধ্যাপক ড. এ এফ এম জামাল উদ্দিন ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাকসুদুর রহমান আলবার্ট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেকৃবি’র কোষাধ্যক্ষ ড. আনোয়ারুল হক বেগ, এসিআই এগ্রো বিজনেসের সিইও ড. আনসারি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।