ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সদরপুরে ৪ কেজি গাঁজাসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
সদরপুরে ৪ কেজি গাঁজাসহ দম্পতি আটক হারুন মুন্সী ও সালমা বেগম

ফরিদপুর: ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের মকবুল মুন্সীর ডাঙ্গিতে অভিযান চালিয়ে হারুন মুন্সী (৫৯) ও সালমা বেগম (৫৫) নামে মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে বলেন, হারুন ও সালমা তাদের আরও কয়েকজন আত্মীয় স্বজনকে সাথে নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাদের বসতবাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়েছে।

এর মধ্যে হারুণের বিরুদ্ধে আটটি ও সালমার বিরুদ্ধে ৩/৪টি মাদক মামলা রয়েছে বলেও জানান রইছ উদ্দিন।

বুধবার (২৯ নভেম্বর) ভোরে উদ্ধারকৃত গাঁজাসহ আটক ওই দম্পতিকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।