ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ ডিসেম্বর শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ ডিসেম্বর শুরু ফাইল ফটো

খুলনা: খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু হওয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী, জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০১৮ সালের জন্য নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ১ ডিসেম্বর থেকে (ছুটির দিন ব্যতীত) নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (২৯ নভেম্বর) খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কয়রা থানার এবং একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকগাছা থানার ব্যক্তি পর্যায়ের লাইসেন্স পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবায়ন করা হবে।  

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনাডাংগা, হরিণটানা ও খালিশপুর থানা; ৫ ডিসেম্বর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা; ৬ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা থানা; ৭ ডিসেম্বর তেরখাদা থানা; ১০ ডিসেম্বর দিঘলিয়া থানা; ১১ ডিসেম্বর ফুলতলা থানা; ১২ ডিসেম্বর ডুমুরিয়া থানা; ১৩ ডিসেম্বর বটিয়াঘাটা থানা; ১৪ ডিসেম্বর রূপসা থানা এবং ১৭ ডিসেম্বর দাকোপ থানার ব্যক্তি পর্যায়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে।  

১৮-২১ ডিসেম্বর, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যত আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের লাইসেন্স নবায়ন করা হবে।  

এছাড়া ২৪-৩১ ডিসেম্বর পর্যত (সরকারি ছুটির দিন ব্যতীত) জেলা প্রশাসনের কার্যালয়ে পূর্ব নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীরা এবং খুলনা জেলায় বসবাসরত জন্য জেলা থেকে ইস্যু হওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের লাইসেন্স নবায়ন করা হবে।

গণবিজ্ঞপ্তি আরও বলা হয়, ব্যক্তি পর্যায়ের রিভলবার ও পিস্তলের নবায়ন ফি ১০ হাজার টাকা ও ১৫ শতাংশ ভ্যাট বাবদ ১ হাজার ৫শ টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেল নবায়ন ফি বাবদ ৫ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭শ ৫০ টাকা। আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ের লং ব্যারেল নবায়ন ফি পাঁচ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭শ ৫০ টাকা। প্রতিষ্ঠান পর্যায়ের লং ব্যারেল নবায়ন ফি ১০ হাজার টাকা ও ভ্যাট বাবদ ১ হাজার ১শত টাকা। ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানের নবায়ন ফি ৫ হাজার টাকা ও ভ্যাট বাবদ ৭শ ৫০ টাকা। সেফ কিপিংয়ের নবায়ন ফি ৩ হাজার টাকা ও ভ্যাট ৪শ ৫০ টাকা।  

লাইসেন্স ফি জমা দেওয়া হিসাব নম্বর: ২২০০, কোড নম্বর ১-২২১১-০০০০-১৮৫৯ এবং ভ্যাট জমা দেবার হিসাব নম্বর: ১১০১, কোড নম্বর ১-১১৩৩-০০০১-০৩১১।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূলকপি, লাইসেন্সের মূলকপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে।  

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় জমা থাকলে জমা রশিদ প্রদর্শন করতে হবে। খুলনা জেলায় বসবাসরত কিন্তু অন্য জেলা থেকে ইস্যু হওয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের নবায়নকালে খুলনায় বসবাসের প্রমাণপত্রসহ সাদা কাগজে ২০টাকার কোর্ট ফি সংযুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা বরাবর নবায়নের জন্য আবেদন করতে হবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।