ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে কর্মসূচি ডাকসু নির্বাচনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে  এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।  

সংগঠনটির ঢাবি শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তুহিন কান্তি দাস।

তিনি বলেন, অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে ১ ডিসেম্বর (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ সময় ছাত্র প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ সিনেট গঠন করা ও হল সংসদ কার্যকর করারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার, ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।